সাংস্কৃতিক অধ্যয়ন কী?।। পর্ব-০১
নীহার রঞ্জন রায় যে অর্থে কালচারকে কৃষ্টি বলতে চেয়েছেন তা নিয়েও সমালোচনা জায়গা আছে, কারণ ‘উৎকর্ষ’ অর্থে কালচারকে ব্যবহার করলে তাও সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়, যা কালচারের একটিমাত্র রূপ। কালের বিবর্তনে সংস্কৃতি শব্দের ব্যবহারিক অর্থ পরিবর্তন পরিমার্জন হয়ে সমাজতাত্ত্বিক, নৃতাত্ত্বিকরা বিভিন্ন অর্থে একে ব্যবহার করা হচ্ছে।
Read more