নৃবৈজ্ঞানিক ফিল্ডওয়ার্ক: সময়ের ধাঁধা

আমরা নৃবিজ্ঞানীরা, যেকোনো মানুষের মতোই- সময়ের কাছে ক্ষুদ্র ক্রীড়নক মাত্র। সময়ের সাথে সমাজগুলোর যেভাবে পরিবর্তন হয়, সেটা অনেকক্ষেত্রেই নৃবৈজ্ঞানিক গবেষণা পুরোপুরি ধরতে পারে না। নৃবিজ্ঞানের প্রচলিত যে গবেষণা পদ্ধতি, সেখানে একটা নির্দিষ্ট জায়গায় বহুসময় ধরে অবস্থান করে একজন গবেষক সেখানকার সংস্কৃতিসহ সামগ্রিক জীবনপ্রণালীকে বুঝতে চান। এই ধরনের গভীর সংযোগের কারণেও একজনের নৃবিজ্ঞানীর কাছে গবেষণাকালীন পর্যবেক্ষণকে অন্যান্য সময়ের বাস্তবতার চেয়ে বেশি বাস্তব মনে হতে পারে।

Read more