অনন্দিত হাজং বিদ্রোহঃ ডকুমেন্টারি

হাজং জনগোষ্ঠীদের বিদ্রোহের ইতিহাসের উপর নির্মিত এই প্রামাণ্যচিত্রটির টিজার আর এর স্ক্রিনিং নিয়ে তথ্য দেওয়া হলো এনথ্রোসার্কেলের পাঠকদের জন্য।

Unrevealed History Of The হাজং (অনন্দিত হাজং বিদ্রোহ) | A War Documentary Teaser 2021 | Coming Soon.

হাজং জাতীগোষ্ঠীর বিদ্রোহের ইতিহাস সকলের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত হয়ে চলেছে এই প্রামন্যচিত্রটি। এমন ইতিহাস যা কেবল অন্যান্য জাতীগোষ্ঠী শুধু নয়, বহু হাজং জাতীগোষ্ঠীর মানুষের কাছেও রয়ে গেছে অজানা। রাষ্ট্রীয় ইতিহাসের পুস্তকেও উপেক্ষিত হয়েছে দুঃসাহসী এই হাজংদের আজন্ম সংগ্রামের নির্মম সব ইতিবৃত্ত।ট্রিজারটি শেয়ার করে পাশে থাকুন।

সম্পূর্ন প্রামন্য চিত্রটির শীঘ্রই চলে আসবে। দেখতে আগ্রহী যে কেউ নিচের ইমেইল-এ যোগাযোগ করতে পারেন। আপনার নাম, কি করেন, বা আগ্রহ জানিয়ে মেইল করবেন। সেক্ষেত্রে সকল স্থানীয় প্রদর্শনীর সময় ও স্থান সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

যোগাযোগে – muhammadmself@gmail.com

2 thoughts on “অনন্দিত হাজং বিদ্রোহঃ ডকুমেন্টারি

  • February 22, 2021 at 7:14 pm
    Permalink

    এনথ্রোসার্কেল’কে অনেক ধন্যবাদ ‘অনন্দিত হাজং বিদ্রোহ’র টিজারটি পাঠকের কাছে তুলে ধরার জন্য। নৃবিজ্ঞানের আগ্রহী পাঠকদের কাছে প্রামান্যচিত্রটি আকর্ষণীয় বিবেচিত হবে, এমনটাই আশা করছে আমাদের টিমের সকলে!

  • June 18, 2021 at 4:42 pm
    Permalink

    নৃবিজ্ঞান এর মতো চমৎকার একটা ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী হয়েও পড়াশুনায় মনযুক্ত করতে পারিনা উদ্দীপনার অভাবে ।বিশ্ববিদ্যালয়ের স্টেরিওটাইপ লো স্ট্যান্ডার্ড নিয়মে বিরক্ত হয়ে কোনোরকমে পাস করে আসার রাস্তা বেছে নিয়েছি কিন্ত এইরকম সুন্দর একটা ওয়েবসাইট আর এত ভালো লিখা,কাজ দেখে অনেক আনন্দ লাগছে ।

Comments are closed.